ষ্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবাগত জেলা প্রাশাসক মোঃ জয়নাল আবেদীন বলেছেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। সামাজিক উন্নয়ন ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থায় সকলকে একযোগে কাজ করতে হবে। এসব ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নারী ও শিশুর অধিকার নিশ্চিত করণ,শিক্ষা,স্বাস্থ্য,জন্ম নিয়ন্ত্রণ এবং বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে একযোগে এগিয়ে আসতে হবে। গতকাল বিকেলে কুর্শি ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত সরকারী বিভিন্ন বিভাগ ও অধিদপ্তর কর্তৃক জনগণকে সেবা প্রদান এবং দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে বেগবান করার বিষয়ে মতবিনিময় সভা এবং মহিলা ও শিশুদের হয়রাণী বন্ধ, মিডিয়া, নারী ও শিশু অধিকার কর্মীদের সমন্বয়ে আয়োজিত গববঃ ঃযব চবঢ়ড়ষব সেশন ও মা সমাবেশ আয়োজিত শীর্ষক সভায় প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ লুৎফুর রহমান। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ। মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমীন সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুবোধ চন্দ্র বণিক, দৈনিক মানবজমিন ষ্টাফ রিপোর্টার, এম এ বাছিত, নয়মৌজা ইত্তেফাকিয়া আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা আফজল হোসেন, ইউপি সদস্য আবদাল মিয়া, এফআইভিডিবি কর্মকর্তা মুক্তাদির আহমদ, তাহিরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতুষ তালুকদার, ইউনিয়ন কৃষি কর্মকর্তা দশরথ সরকার, রাইয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মিরাশ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মাষ্টার সিরাজুল ইসলাম, থানা ছাত্রদল নেতা আবুল কালাম মিঠু প্রমূখ। উল্লেখ্য,অনুষ্ঠানের প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদের সীমানা নির্ধারনী গেইট উদ্ধোধন করেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন। অনুষ্ঠানের সূচনাতে নবাগত জেলা প্রাশাসককে ইউনিয়ন পরিষদের তরফ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। প্রধান অতিথিকে ক্রেষ্ট প্রদান করেন ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান।