স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের গজনাইপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আইজিপি আব্দুল হান্নান খান পিপিএমএ’র নির্দেশে গত ৬ জুন সকাল ৯টা থেকে এই তদন্ত শুরু করেন তদন্ত কর্মকর্তা নুর হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের টীম।
পাকিবাহিনীর সহযোগিতায় ৭১ সালে হত্যা, নারী নির্যাতন, অপহরণ ও বাড়ী-ঘরে অগ্নিসংযোগের অভিযোগ এনে আওয়ামীলীগ নেতা আবুল খায়ের গোলাপের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই এলাকার গেদু মিয়া নামে এক ব্যক্তি। সম্প্রতি এক সড়ক দূর্ঘটনায় মামলার বাদী গেদু মিয়া মারা যান।
তদন্ত দল নবীগঞ্জের গজনাইপুর, দেবপাড়া, কল্যানপুর এলাকার বেশ কয়েকজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবাদের সাথে কথা বলেন তদন্ত সংস্থার সদস্যগণ। এ সময় ভিডিও চিত্র সংগ্রহ এবং পাকবাহিনী ও রাজাকারদের ক্যাম্প-টর্চারসেল পরিদর্শন করেন তারা।
উল্লেখ্য, সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই আবুল খায়ের গোলাপকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়া হয়। পরে তার বিরুদ্ধে ৭১’সালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলার বিষয়টি কেন্দ্র নেতৃবৃন্দকে অবহিত করলে পরবর্তীতে গোলাপের মনোনয়ন বাতিল করে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে দলীয় মনোনয়ন দেয়া হয়। এ অবস্থায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান গোলাপ আনারস প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
অপর দিকে মানবতা বিরোধী অপরাধের অবিযোগ এনে দায়েরকৃত লাখাই উপজেলার মানপুর গ্রামের মাওঃ শফি উদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গত রবিবার তদন্তকারী কর্মকর্তা নুর হোসেনের নেতৃৃত্বে ৬ সদস্যের একটি টীম এলাকায় সরেজমিন তদন্ত করেন।