শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক লাখাই উপজেলার কাঠিহারা মেলা থেকে সরঞ্জামসহ ৪ জুয়ারী আটক বানিয়াচঙ্গে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব ॥ পলাতক স্বৈরাচারের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ফল ভালো হবে না জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শতবর্ষ উদযাপন ২২ ফেব্রুয়ারী ॥ জেলা প্রশাসকের সাথে শতবর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জে গাঁজাসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালী জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটি অনুমোদন চুনারুঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ॥ ২ লাখ টাকা লুট শায়েস্তাগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম বুধবার, ৮ জুন, ২০১৬
  • ৪৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ২ রমজান। ৬২৪ খ্রিষ্টাব্দের মধ্য ফেব্র“য়ারী মোতাবেক ২ হিজরীর মধ্য শাবানে সিয়াম বিধান নাযিল হলে মদিনা মনওয়ারার সবাই রমজানের অপেক্ষায় থাকেন। সবাই রমজানের অপেক্ষায় থাকেন। শাবানের শেষ দিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম মসজিদুন্নবীতে উপস্থিত সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে প্রদত্ত এক খুতবায় বলেন ঃ তোমাদের কাছে এক অতি গুরুত্বপূর্ণ মাস সমাগত। এ এক অতি মুবারক মাস। এ মাসে তোমরা এমন এক রাত পাবে যা হাজার মাস অপেক্ষা শ্রেয়। এ মাসে সিয়াম পালন করাকে আল্লাহ্ ফরজ করে দিয়েছেন। এ রাতে দন্ডায়মান হওয়া (তারাবিহর নামাজ আদায় করা) খুবই সওয়াবের কাজ। এ মাসে আল্লাহ্র নৈকট্য লাভের আশায় একটি নফল আদায় করলে অন্য মাসে একটি ফরজ আদায়ের সমান সওয়াব পাওয়া যাবে, এ মাসে একটি ফরজ আদায় করলে অন্য মাসে ৭০টি ফরজ আদায়ের সওয়াব পাওয়া যাবে। তিনি তাঁর সেই দীর্ঘ খুতবায় আরও বলেন, এ এমন একটি মাস যার প্রথম ভাগ রহমতের, মধ্যভাগ মাগফিরাতের এবং শেষ ভাগ দোযখের আগুন থেকে নাজাতের। রমজান রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের যে সুযোগ এনে নেয়, তা লাভ করার উপায় হচ্ছে যথাযথভাবে সিয়াম পালন করা। আরবী সোয়াদ ওয়াও মিম শব্দমূল থেকে সওম বা সিয়াম শব্দের উৎপত্তি। এর অর্থ বিরত থাকা। ব্যাপক অর্থ হচ্ছে দৃঢ় সঙ্কল্পের সাথে যাবতীয় কামাচার, পানাহার, পাপাচার, অনাচার থেকে বিরত থাকা। কোরান মজিদে কথা বলা থেকে বিরত থাকা অর্থেও সিয়াম শব্দটি ব্যবহৃত হয়েছে। ইরশাদ হয়েছে ঃ (হে মরিয়ম) সুতরাং আহার কর, পান কর, চক্ষু জুড়াও। কোন মানুষকে যদি তুমি দেখ তখন বলবে আমি রহমানের উদ্দেশ্যে সিয়াম মানত করেছি, সুতরাং আমি আজ কিছুতেই কোন লোকের সাথে কথা বলব না (সূরা মরিয়াম ঃ আয়াত ২৬)।
আল্লাহ্র অনেক সিফাত বা গুণবাচক নাম রয়েছে। রহমান এবং রহিম এই দুই মুবারক নাম তাঁর রহমত গুণের পরিচয় ব্যক্ত করে। রহমত শব্দের অর্থ করুণা, অনুগ্রহ, কৃপা, দয়া ইত্যাদি। আল্লাহ্ হচ্ছেন রাব্বুল আমীন- সমগ্র বিশ্ব জগতের রব আর তাঁর প্রিয় হাবীব হযরত মুহম্মদ (সাঃ) হচ্ছেন রহমাতুল্লিল আলামীন- বিশ্ব জগতের জন্য রহমত। আল্লাহ্ তাঁর হাবীবের উম্মতের জন্য খাস অনুগ্রহ হিসেবে রমজানকে মাহাত্ম্যপূর্ণ মাস হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। হাদিস শরীফে আছে যে, রমজানে রহমতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় এবং শয়তানরা শিকলে আবদ্ধ হয়।
সিয়াম পালনকারী যখন দৃঢ় সঙ্কল্পের সাথে আল্লাহ্র সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায় সমস্ত প্রকারের কামাচার, পানাহার, পাপাচার থেকে বিরত থাকে, তখন শয়তান তার কাছে আসতে পারে না। এদিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় ইমাম সমিতি হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে সরকারী বৃন্দাবন কলেজ মসজিদে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে আলোচনা করবেন মাওঃ আশিকুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com