স্টাফ রিপোর্টার ॥ দৈনিক যায়যায়দিনের ১১ বছরে পদার্পণ উপলক্ষে গত সোমবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডঃ মোঃ আমির হোসেন, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, আব্দুল বারী লস্কর, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ নির্মল ভট্টাচার্য্য রিংকু, একাত্তর টিভি প্রতিনিধি শাকিল চৌধুরী, এশিয়ান টিভি প্রতিনিধি এস এম সুরুজ আলী, ফোকাস বাংলা প্রতিনিধি রনু বিশ্বাস, দৈনিক খোয়াই’র স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম, দৈনিক লোকালয় বার্তা’র স্টাফ রিপোর্টার এম সজলু, প্রমূখ। সভা পরিচালনা করেন দৈনিক যায়যায়দিন পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর।