স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফয়সল আহমেদ (৩৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ফয়সল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার গোলেরহাওর এলাকার বাসিন্দা। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে ছেড়ে আসা ফল বোঝাই একটি পিকআপ সদর উপজেলার লস্করপুর এলাকায় পৌছুলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা ফয়সল আহমেদ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা আলমগীর হোসেন নামে আরও একজন আহত হন। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সৈয়দ জাকির হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।