স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শিশু রোগ বিশেষজ্ঞ রোটারীয়ান ডাঃ মোঃ জমির আলী সহ ৫ জনকে সেরা রোটারীয়ান মনোনিত করে এওয়ার্ড প্রদান করা হয়েছে। গত ২০ মে চট্টগ্রামের হোটেল রেডিসনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ডাঃ মোঃ জমির আলী সহ ৫ জনকে এওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে পদক প্রদান করেন রোটারী ডিষ্ট্রিক্ট-৩২৮২ এর বর্তমান গর্ভনর রোটাঃ এ বি এম ওয়াদুল্লাহ পিএইচপি। ডাঃ জমির আলী বর্তমান রোটারী বর্ষে গভর্ণর স্পেশিয়াল এইড হিসাবে কাজ করছেন। তিনি ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর নির্বাচিত হয়েছেন। তিনি রোটারী ক্লাব অব হবিগঞ্জের সদস্য। তিনি ক্লাব প্রেসিডেন্টের দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন মেয়াদে এসিষ্টেন্ট গভর্ণর, ডেপুটি গভর্ণর, ও ডিষ্ট্রিক্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব ও পালন করেন। ডাঃ জমির আলীর পরিবারে স্ত্রী, পুত্র, পুত্রবধু সহ ৫জন রোটারীয়ান। তারা রোটারীর মাধ্যমে মানব সেবা করে যাচ্ছেন।