স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নে শিকারপুর গ্রামে নির্বাচনী সহিংসতায় দুই মেম্বারপ্রার্থী ও তাদের সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতরা জানান, পরাজিত ধলাই মেম্বারের সাথে বিজয়ী মেম্বার তাজুলের মাঝে বাকবিতন্ডার জের ধরে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। আহত অবস্থায় আজিম উদ্দিন (২০), ইকবাল হোসেন (৩০) ও জাহাঙ্গীর মিয়া (১৮) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।