স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পুরানবাজারে ম্যাক্সির আয়ের টাকা নিয়ে চালক ও মালিকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালক ও মালিকসহ ৫জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের ম্যাক্সি মালিক লাল মিয়া (৩০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ ঘটনাটি ঘটে। জানা যায়, ম্যাক্সি চালক বিরামচর গ্রামের রুবেল মিয়া (২৫) ম্যাক্সির আয় বাবদ টাকা দিতে গেলে মালিক লাল মিয়া কম টাকা নেবে না বলে গালমন্দ করে। এসময় চালক রুবেল ক্ষিপ্ত হয়ে মালিকের উপর হামলা চালায়। এসময় মালিকের লোকজনও তার উপর পাল্টা হামলা চালালে সে আহত হয়।