নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে সিএনজি (অটোরিক্সা) ও রিক্সার মুখোমুখি সংঘর্ষে রিক্সার চালক মিয়াধন মিয়া (৩৮) আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে নবীগঞ্জ স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় দিঘীরপরড় (কুনারবাড়ি) গ্রামের মিয়াধন গতকাল মঙ্গলবার বিকেলে ইনাতগঞ্জ পূর্ব বাজারে যাত্রী নিয়ে যাবার সময় অপরদিক থেকে আসা একটি সিএনজি তার রিক্সাকে ধাক্কাকে দেয়। এতে সে তার বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।