মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার মনতলা তেমুনিয়া এলাকা থেকে মঙ্গলবার বিকালে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী খোকন মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত খোকন বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সফর আলীর ছেলে। থানার এসআই মমিনুল ইসলাম ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
২০১০ সালে একটি মাদক মামলায় এক বছরের সাজা হওয়ার পর থেকেই সে দীর্ঘদিন পলাতক ছিল।