প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ পৌর শাখার পুর্নাঙ্গ কমিটি গঠন কল্পে গত সোমবার সন্ধ্যায় মধ্য বাজার সংগঠনের কার্য্যালয়ে এক পরামর্শ সভা অনুষ্টিত হয়। পৌর কমিটির সভাপতি মন্ডলীর সদস্য শিক্ষক বিপুল চন্দ্র দেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেবের পরিচালনায় এতে আলোচনা করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ণ রায়, কালীপদ ভট্টাচার্য্য, বিকাশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, অর্থ সম্পাদক শিক্ষক প্রজেশ রায় নিতন, পৌর কমিটির সাংগঠনিক গৌরমনি সরকার, অরবিন্দু রায়, শিক্ষক শিলাপদ দাশ প্রমূখ। সভায় নির্বাচিত নেতৃবৃন্দের উপস্থিতি কম হওয়ার কারণে আগামী ১১ জুন সন্ধ্যায় কার্য্যালয়ে পুর্নাঙ্গ পৌর কমিটি গঠনের জন্য পুনারয় সভা আহবান করা হয়।