কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ মার্কেটের সামন থেকে পরিত্যক্ত অবস্থায় কোটি টাকা মূল্যের পাজারো একটি গাড়ি জব্দ করেছে সিলেট বিভাগীয় আবগারি শুল্ক কর বিভাগ। গতকাল সোমবার দুপুরে গাড়ি নং-ঢাকা মেট্রো-ম-০০-০৫০১ এলএনবি অটো মোবাইলস পড়ে থাকতে দেখে জব্দ করেন। গোপন সংবাদের ভিত্তিতে সহকারি সার্কেলের নেতৃত্বে কর্মকর্তারা গাড়িটি জব্দ করে জেলা পরিষদ দপ্তরে নিয়ে যান। তবে ধারণা করা হচ্ছে, কর ফাঁকি দিয়ে ওই গাড়িটি ব্যবহার করা হচ্ছিল। তবে কে বা কারা গাড়িটি ব্যবহার করছে তা স্পষ্ট নয়। রাত পৌনে ৯টা পর্যন্ত গাড়িটি জেলা পরিষদে ছিল। কিন্তু সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।