প্রেস বিজ্ঞপ্তি ॥ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেফতার, প্রহসনের নির্বাচন বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, সারাদেশে হত্যা, বিএনপি চেয়ারপারসনকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে ১৮ দলীয় আহুত দেশব্যাপী লাগাতার ৬০ ঘণ্টার হরতালের শেষ দিনে গতকাল বুধবার স্থানীয় কোর্ট স্টেশন, বাস টার্মিনাল, লাখাই রোড সহ গুরুত্বপূর্ণ এলাকায় জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে কোর্ট স্টেশন গোল চত্বরে এক প্রতিবাদ সভায় জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি’র সভাপতি মোঃ আমিনুর রশীদ এমরান এর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ এর পরিচালনায় পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট আব্দুন নূর খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক যুবদল সভাপতি এম.জি. মোহিত, শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, পৌর বিএনপি’র সহ-সভাপতি ও প্যানেল মেয়র মোঃ আবুল হাসিম, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, প্রচার সম্পাদক সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, রিচি ইউপি সভাপতি নূরুল হক, জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক এডভোকেট আফজাল হোসেন, এস.এম সোহাগ, যুবদল নেতা সামসুল ইসলাম মতিন, ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ, আব্দুল ওয়াহেদ আঞ্জব, এস.এম মানিক, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাহাব উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমপনা চৌধুরী মাসুদ, ছালেহ আহমেদ, সদর থানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহিদ খান, নাসির উদ্দিন, বিএনপি নেতা নেপাল রায়, মাসুক মিয়া, মনিরুল হাসান হীরা, ছাত্রনেতা আজিজুর রহমান, ফারুক আহমেদ, শাহ আলম হোসাইন, সাইফুল ইসলাম রকি, আবুল বাশার জুমন, কামরুল ইসলাম, এম.এ রুমেল, রাসেল মোল্লা, আতাউর রহমান, ইউনুস মিয়া, রুহেল মিয়া, হিফজুর রহমান শুভ, মুসাব্বির চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা এস.এম রমজান, রাসেল আহমেদ, আবু ছালেহ, কাউছার আহমেদ, মোঃ জিতু মিয়া, এনাম আহমেদ, আবদাল মিয়া, শাকিল আহমেদ প্রমূখ।
প্রহসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে বক্তরা বলেন গ্রেফতার, হত্যার মাধ্যমে এই অবৈধ সরকার বেশি দিন ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে পারবে না। জনতার আন্দোলনেই এই সরকারের পতন ত্বরান্বিত হবে।