শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

বাহুবলের হাফিজপুরের নিকট মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ॥ দেশে পা রাখার পরই না ফেরার দেশে চলে গেলেন দুই প্রবাসী

  • আপডেট টাইম রবিবার, ৫ জুন, ২০১৬
  • ৪৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে তারা বাড়ি ফিরছিলেন। পরিবারের কেউ যখন প্রবাস থেকে বাড়িতে আসে তখন ওই পরিবারের আনন্দই থাকে অন্যরকম। কিন্তু আনন্দের পরিবর্তে নেমে এসেছে বিষাদের ছায়া। পরিবার পরিজনের সাথে দেখা হওয়ার আগেই তারা দু’জন চলে গেলেন না ফেরার দেশে। একটি ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে দুটি তাজা প্রাণ। তারা হলেন সিলেট জেলার কানাইঘাট উপজেলার বাজোগ্রাম গ্রামের আব্দুল মন্নাফের ছেলে দুবাই প্রবাসী আবুল কালাম (৪০) ও মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার উবাহাটা মুন্সিবাজার এলাকার গোবাউল্লার মেয়ে আইরিন বেগম (৩০)। তারা দুবাই থেকে বাড়ি ফিরছিলেন।
assultগতকাল শনিবার ভোর ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুরের অদুরে হাফিজপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-০৮৬৬) বিদেশ ফেরত অন্তত ৩০ জন যাত্রী নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে সিলেট যাচ্ছিল। বাসটি ভোর ৪টার দিকে বাহুবলের হাফিজপুর এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৬-০১১৯) ও প্রাইভেটকারের (ঢাকা-মেট্রো-গ-১৫-২৯৩১) মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে শ্যামলী পরিবহণের বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে আবুল কালাম ও আইরিন বেগম নিহত হন। এছাড়া বাসের অন্যান্য যাত্রীরা আহত হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ নিহত ২ জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এছাড়া আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট রেজাউল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গাড়ীতে দুবাই, ওমান ও কাতার থেকে তারা রাত ৮ টায় বাংলাদেশ বিমানবন্দরে নামেন। পরে শ্যামলীতে করে তারা সিলেটের উদ্যেশে রওয়ানা দেন। দুজনের লাশ উদ্ধার করে তাদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com