নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল ভোরে নবীগঞ্জের থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শেখ আবুল কাশেমের নেতৃত্বে নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের হাসপাতালের সামনে রাস্তায় পিকেটিং করে থানা ছাত্রদল। এ সময় উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুস সাহেদ, থানা ছাত্রদল নেতা ফজল মিয়া, হান্নান মিয়া, জাকির চৌধুরী, সাহেল আহমেদ, শেখ কামাল, শেখ শিপন, বাবুল রেজা, মিলন চৌধুরী, তাজুল ইসলাম, জালাল আহমদ, সফিকুল মিয়া, বাবুল মিয়া, মঞ্জিল মিয়া, আব্দুল আহাদ, আমির, রাফিজুল, জালামিন, শেখ সাইদুর, সিপুচৌধুরী, সুমন, সোহাগ, সাগর, কাউছার, অপু, লিলু, এবাদুর, রুহেল, ইয়াছিন, আকাশ, মিশুক, রুবেল, আসাদ, সৈয়দ ফয়সল, খালেদ মিয়া, নুরুজ্জামান, নুর ইসলাম, ফজলু তালুকদার, কাজী লিলু মিয়া, কামরুল মিয়া প্রমুখ।