প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শনিবার সকাল ১১ টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে হবিগঞ্জ হিজামা সেন্টারের উদ্বোধন করেন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম।
এ সময় সহীহ সুন্নাহ অনুযায়ী বিশ্বে প্রফেটিক মেডিসিন হিসাবে খ্যাত হিজামা থেরাপি চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন প্রধান বক্তা বিশিষ্ট হিজামা বিশেষজ্ঞ আব্দুছ ছবুর চৌধুরী। আ ফ ম সালাউদ্দিন জুনেদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডঃ আমীর হোসেন ও চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আহমাদুল্লাহ আল হাসান। আলোচনা সভা শেষে শংকর বস্ত্রালয়ের পাশে দারুল হুদা লাইব্রেরীতে (অস্থায়ী হিজামা সেন্টারে) রোগীদের হিজামা থেরাপী দেয়া হয়। থেরাপি গ্রহন করেন এডঃ মোঃ আব্দুস শহীদ, লুৎফুর রহমান, শাহজাহান মিয়া প্রমূখ। উল্লেখ্য এখন থেকে এই সেন্টারে হবিগঞ্জবাসীরা হিজামা চিকিৎসা সেবা নিতে পারবেন।