মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তপূর্ন পরিবেশে বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। শেষ ধাপের নির্বাচন হওয়ায় পূর্বের চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। গতকাল রাত পৌনে ৮টার সময় উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান বেসরকারীভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রেখাছ মিয়া নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩হাজার ৪ শত ৮৩ ভোট, নিকটতম প্রার্থী মোঃ আনোয়ার হোসেন মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩হাজার ৪ শত ৭৩ ভোট। ১০ ভোটের ব্যবধানে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রেখাছ মিয়া (নৌকা) জয়লাভ করেন। এছাড়া মোঃ মোয়াজ্জেম হোসাইন স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কা নিয়ে পেয়েছেন ২৫শত ৯৬ ভোট, মোঃ আব্দুল কাদির ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৬শত ৮০ ভোট, মোঃ আমির হোসেন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৬শত ৭৪ ভোট, মোঃ দিলোয়ার হোসেন স্বতন্ত্র টেবিল ফ্যান প্রতীক নিয়ে পেয়েছেন ২শত ৯৬ ভোট ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২শত ৪৯ ভোট।