মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের মৌজপুর গ্রামে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্থ ৮কামার শিল্পিকে আর্থিক সহায়তা দিয়েছেন সংসদ সদস্য এড. মাহবুব আলী। শনিবার সকালে মৌজপুর গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রত্যেক শিল্পিকে ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান ফারুক পাঠান, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, পুজা উদযাপন কমিটির সভাপতি সুনীল দাস প্রমুখ।