স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার চমকপুর বাজারে দু’গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং আশংকাজনক অবস্থায় ২জনকে সিলেট মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ সময় বাজারের বেশ কয়েকটি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল রাত ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা যায়, দোকানের সামনে ময়লা ফেলা নিয়ে চমকবাজারের মোদী মালের ব্যবসায়ী চমকপুর গ্রামের শাহবাজ আলী ও পাশের চা-ষ্টল ব্যবসায়ী বাঘহাতা গ্রামের দেওয়ান আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার খবর উভয়ে বাড়ি পৌছুলে উভয় গ্রামের লোকজন উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারে এসে রাত ৮ টার দিকে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ২ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলাকালে বাজার রণক্ষেত্রে পরিণত হয়। আশপাশের লোকজন খবর পেয়ে বাজারে এসে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় বেশ কয়েকজন মুরুব্বী আহত হন। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষর্দীরা জানান। পরে স্থানীয় লোকজনের দীর্ঘ চেষ্টার পর রাত ১০ টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রনে আসে। সংঘর্ষে আহতদের মধ্যে কামাল মিয়া, রুস্তম আলী, ইব্রাহিম, আব্দুল আজিজ, রামিন, মধু মিয়া, হারিছ মিয়া, আবু ছালেক, জাহির মিয়া, আবিদ আলী, মিজান, তোফাজ্জুল, আবেদ আলী, জয়নাল মিয়া, আবু কালাম, আব্দুর রহমান, আবিদ মিয়া, কামাল, হাফিজুর, বদর আলীসহ প্রায় ২০জনকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গুরুতর আহত মৃত আব্বাস আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৫) ও মৃত ছমর উদ্দিনের ছেলে ঝার উদ্দিন (৫০)কে আশংকাজনক অবস্থায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।