এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পানিউন্দা ইউনিয়নের বড়চর গ্রামে গতকাল শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে ভাইয়ের হাতে ছোট ভাই বাবুল মিয়া (৪৫) খুন এবং অপর ৩ ভাই আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত বাবুলের মৃতদেহ বাহুবল থানা পুলিশ উদ্ধার করেছে। আজ শনিবার ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করার কথা রয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, বড়চর গ্রামের মৃত লুদু মিয়ার ১১ জন ছেলে রয়েছে। বাবার মৃত্যুর পর পরই ভাইদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেয়। পারিবারিক বিরোধের জের ধরে গতকাল শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে নিহত বাবুল মিয়া ও বড়ভাই জাহির মিয়ার মধ্যে বাকবিতন্ডা হয়। এতে অন্যান্য ভাইয়েরা ওই বিরোধে জড়িয়ে পড়লে ঘরের মধ্যেই তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে বাবুল মিয়াসহ ৪ ভাই আহত হয়। আহতদের মুমুর্ষ অবস্থায় বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মিয়াকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ মৃতদেহটি হাসপাতাল থেকে উদ্ধার করে ছুরতহাল তৈরী করেছে। আজ শনিবার মৃতদেহটি হবিগঞ্জ মর্গে প্রেরন করা হবে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা বা কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।