শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক লাখাই উপজেলার কাঠিহারা মেলা থেকে সরঞ্জামসহ ৪ জুয়ারী আটক বানিয়াচঙ্গে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব ॥ পলাতক স্বৈরাচারের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ফল ভালো হবে না জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শতবর্ষ উদযাপন ২২ ফেব্রুয়ারী ॥ জেলা প্রশাসকের সাথে শতবর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জে গাঁজাসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালী জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটি অনুমোদন চুনারুঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ॥ ২ লাখ টাকা লুট শায়েস্তাগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

২৯ আগষ্ট জেলা বিএনপির সভা হবিগঞ্জে আসছেন ইলিয়াছ আলী !

  • আপডেট টাইম সোমবার, ২৬ আগস্ট, ২০১৩
  • ৫৩৯ বা পড়া হয়েছে

আব্দুল হালীম ॥ আগামী ২৯ আগষ্ট হবিগঞ্জ আসছেন প্রায় ১৬ মাস গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াছ আলী। ওই দিন তিনি হবিগঞ্জ জেলা বিএনপির এক জরুরী সভায় তিনি যোগ দেবেন বলে হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের কাছে প্রেরিত বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক আসাদুল কবীর শাহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে আগামী ২৯ আগষ্ট বৃহষ্পতিবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে কেন্দ্রের নির্দেশে জেলা বিএনপির এক জরুরী সভা আহবান করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে জেলায় জেলায় কেন্দ্রীয় নেতারা সফর করছেন। এর অংশ হিসেবে ওই ওই দিন সভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী দলনেতা হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া এ টিমে সদস্য হিসেবে গুম হওয়া বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াছ আলী, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য শাম্মি আক্তার শিপা। ওই সভা পরিচালনা করবেন হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ। সভায় জেলা বিএনপির কার্য নির্বাহী কমিটির সকল নেতা ও সদস্য, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ নাহিজ। এ ব্যাপারে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ইলিয়াছ মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক ডাঃ আহমদুর রহমান আবদাল জানান, কেন্দ্রীয় অফিসের বিজ্ঞপ্তিতে ২৯ তারিখের সভায় এম ইলিয়াছ আলী উপস্থিত থাকার কথা জানানো হয়েছে। এ ব্যাপারে জেলা বিএনপির সাধারাণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জেলায় জেলা সাংগঠনিক সফর উপলক্ষ্যে ২৯ অক্টোবরের সভায় শমসের মুবিন চৌধুরীর সাথে টিমের সদস্য হিসেবে এম ইলিয়াছ আলী, শাম্মি আক্তার শিপা এমপি, শেখ সুজাত মিয়া এমপি উপস্থিত থাকার কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে এ ব্যাপারে জানতে কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক আসাদুল কবীর শাহিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাংগঠনিক সফর উপলক্ষে গঠিত কমিটিতে আগে থেকেই এম ইলয়াস আলীর নাম ছিল। আমাদের বিশ্বাস সরকার ইলিয়াস আলীকে ছেড়ে দিবেন। এ কারণেই ওনার নাম এখনো তালিকায় রয়েছে।
উল্লেখ্য ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর একটি হোটেল থেকে বের হওয়ার পর এম ইলিয়াছ আলীর আর কোন সন্ধান মেলেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com