স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আব্দুল আজিজ (৩৫)। সে উপজেলার পাহাড়ি অঞ্চল খ্যাত দুধপাতিল গ্রামের হযরত আলীর পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, ৩দিন আগে আব্দুল আজিজের স্ত্রী রোজিনা অন্যত্র বেড়াতে যান। গত বৃহস্পতিবার রোজিনা ঘরে এসে স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এ সময় আশেপাশের লোকজন জড়ো হয়। পরে চুনারুঘাট থানায় খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মৃত আব্দুল আজিজের বড় ভাই আব্দুল আলী জানান, ৫ বছর পূর্বে একই গ্রামের সাহেদ আলীর কন্যা রোজিনার সাথে আজিজের বিয়ে হয়। বিয়ের পর তাদের দুই সন্তান জন্ম হয়। ৩/৪ দিন আগে রোজিনা তার পিত্রালয়ে নাইওর যায়। এরপর গত বৃহস্পতিবার পিত্রালয় থেকে ফিরে এসে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তাদেরকে জানায়। তার ধারণা তার ভাইকে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, পাহাড়ি এলাকায় তাদের বাড়ি। লাশ পচে যাওয়ায় ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মূহুর্তে কিছু বলা যাচ্ছে না।