আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে গত ২৮ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ শহীদ উদ্দিন আহমদ এর বিশাল সংবর্ধনা ও বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় মিছিল শেষে ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের সামনে আওয়ামীলীগ নেতা তাহের লস্করের সভাপতিত্বে এক সংবর্ধনা ও বিজয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাট আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর পৌর আওয়ামীলীগের সভাপতি বেনু রনজন রায়, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাশ গুপ্ত, নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ শহীদ উদ্দিন আহমদ, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, আব্দুস সালাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। আওয়ামীলীগ নেতা দুলাল মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডঃ মাহবুব আলী বলেন, নৌকা প্রতিকের মনোনয়ন নিয়ে বানিজ্য হয়েছিল কিন্তু ছাতিয়াইনবাসি ভোটের মাধ্যমে নৌকার সঠিক মাঝি বেঁছে নিয়েছেন। তাঁর মাধ্যমেই ছাতিয়াইনের উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাবে।