মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা সদরের বাসট্যান্ড এলাকা থেকে ১২ কেজি ভারতীয় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৬টায় দিকে থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ব্যাগ ভর্তি ১২কেজিসহ আল আমীন (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। মাদক ব্যবসায়ী আটককৃত আল আমিন বি-বাড়ীয়া জেলার বিজয়নগর থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত ওয়ারিসের ছেলে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।