মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

দীঘলবাক ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিনন্দন জানিয়েছে ডি-ইউ-ডি-এ ইউকে

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জুন, ২০১৬
  • ৫৫৪ বা পড়া হয়েছে

অলিউর রহমান অলি, লন্ডন থেকে ॥ বৃটেনে বসবাসরত নবীগঞ্জের ৪নং দীঘলবাক ইউনিয়নের সর্বস্তরের প্রবাসী এবং দীঘলবাক ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউকে (ডি-ইউ-ডি-এ) এর পক্ষ থেকে ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ আবু সাঈদ এওলা মিয়া এবং বিজয়ী মেম্বার ও মহিলা মেম্বারদের অভিনন্দন জানিয়েছেন।
গত ৩১ মে ইষ্ট লন্ডনের ইন্ডিয়া হাউজে অনুষ্ঠিত সভায় প্রবাসী নেতৃবৃন্দ আশাবাদ ব্যাক্ত করে বলেন, আবু সাঈদ এওলা মিয়ার নেতৃত্বে অবহেলিত দীঘলবাগ ইউনিয়ের উন্নয়ন তরান্বিত হবে। সেই সাথে তিনি এলাকার নদীভাঙ্গন সহ স্থানীয় সমস্যাগুলো সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করবেন। ইউনিয়নের উন্নয়নে প্রবাসীদের সহযোগীতা সবসময় অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন প্রবাসী নেতৃবৃন্দ। সভায় নবনির্বাচিত চেয়ারম্যান ও পরিষদ সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এ সময় দীঘলবাক ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউকে‘র সদস্য জমসেদ মিয়া এবং আতিকুর রহমান লিটন সভায় আগতদের মাঝে মিষ্টি বিতরণ করেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপদেষ্টার পরিষদের পক্ষ থেকে সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী, সাবেক ছাত্র নেতা শেখ আশরাফুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক এম এ মতিন, ও কমিউনিটি সংগঠক জুলহাস উদ্দিন। ডি-ইউ-ডি-এ‘র পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন, সহ-সভাপতি আবু বকর আহমেদ, ট্রেজারার শেখ শামীম আহমদ, অগার্নাইজিং সেক্রেটারী আতিকুর রহমান লিটন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহ আশরাফ আলী, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী শেখ সুহেল আহমদ, নির্বাহী সদস্য জমসেদ মিয়া ও শেখ আজমল হোসেন এমরান প্রমুখ। ২০১৬ সালের ইউপি নির্বাচনে ৪নং দীঘলবাক ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড থেকে নির্বাচিত সদস্যরা হলেন ১নং-ওয়ার্ড মজু মিয়া, ২নং ওয়ার্ড মহশিন মিয়া, ৩নং ওয়ার্ড ফখরুল ইসলাম (ফখরু), ৪নং ওয়ার্ড খছরুজ-জামান (খসরু), ৫নং ওয়ার্ড জিলু মিয়া, ৬নং ওয়ার্ড দোলন মিয়া, ৭নং ওয়ার্ড ইউসুফ আলী, ৮নং ওয়ার্ড সাদিক মিয়া ৯নং ওয়ার্ড জুয়েল মিয়া। এবং মহিলা সদস্য হিসেবে এক-দুই ও তিন নাম্বার ওয়ার্ড থেকে সাজিয়া বেগম, চার-পাঁচ ও ছয় নাম্বার ওয়ার্ড থেকে স্লেহলতা রানী, এবং সাত-আট এবং নয় নাম্বার ওয়ার্ড থেকে সুজনা আক্তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com