নবীগঞ্জ প্রতিনিধি ॥ ওল্ডহামস্থ নবীগঞ্জ প্রবাসী কল্যান সমিতি কর্তৃক আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে ‘স্বনির্ভরতা অর্জনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা’ এবং গরীব-দুঃস্থ নারী ও পুরুষদের মধ্যে রিক্সা, সেলাই মেশিন বিতরণ এবং নবনির্বাচিত পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান নবীগঞ্জ শহরে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানকে সার্বিকভাবে সহায়তা প্রদানের লক্ষ্যে গত মঙ্গলবার দুপুরে বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল মালিকের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবলের মাননীয় সংসদ সদস্য এম. এ. মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ আলমগীর চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা বেগম। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা পূজা কমিটির সভাপতি নিখিল আচার্য্য, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, পৌর প্যানেল মেয়র-১ প্রেসক্লাবের সাবেক সভাপতি এ. টি.এম সালাম, হিরা মিয়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক এটি এম. বশির আহমদ, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন আজাদ, ওয়াহিদুজ্জামান মাসুদ, প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী, সহ-সভাপতি শাহীনুর আক্তার পান্না, দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনোজ রায়, পৌর কাউন্সিলর জাকির হোসেন, পৌর কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, পৌর কাউন্সিলর জায়েদ চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা জামান, আকলিছ মিয়া, প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম-সম্পাদক রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখ্ত চৌধুরী, অর্থ সম্পাদক লোমেশ রঞ্জন দাশ, উপজেলা পরিষদ শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাঞ্চন বনিক, আনন্দ নিকেতনের সভাপতি প্রনব দেব, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আহমেদ বেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ জীবন, মোঃ আব্দুল কুদ্দুছ প্রমুখ। উপস্থিত সবাই প্রবাসীদের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং এ অনুষ্ঠানকে সফল ও স্বার্থকভাবে সম্পন্ন করতে দলমত নির্বিশেষে সবাই বিভিন্ন প্রস্তাবনা ও পরামর্শ এবং আন্তরিক সহযোগিতার আশ^াস প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানকে সফল করতে আগামী ১০ই জুন শুক্রবার বেলা ২ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে পুনরায় প্রস্তুতি সভার সিদ্ধান্ত গৃহীত হয়।