মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

চুনারুঘাটে ভোট উৎসব কাল

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জুন, ২০১৬
  • ৫৪৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ কাল শনিবার চুনারুঘাটে ভোট উৎসব। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টি এবং ইসলামী ফ্রন্টসহ ৪৭ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সংরক্ষিত আসনে ১৫২ জন ও সাধারণ সদস্য পদে ৪৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন-১নং গাজীপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত মোঃ হুমায়ুন কবির খান (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী মীর মোঃ শওকত আলী (ধানের শীষ), জাতীয়পার্টি মনোনীত রফিকুল ইসলাম (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মাওলানা তাজুল ইসলাম (আনারস), খলিলুর রহমান (ঘোড়া) ও জহিরুল ইসলাম চৌধুরী (চশমা)।
২নং আহমদাবাদ ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবেদ হাসনাত চৌধুরী সনজু (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোস্তাফা কুটি (ধানের শীষ), জাপা মনোনীত যুবরাজ ঝড়া (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী হাজী মোঃ আব্দুল লতিব (আনারস), মোঃ ছালেহ উদ্দিন বাবরু (চশমা), মোঃ জাকির হোসেন (ঘোড়া) ও চা শ্রমিক নেতা গোপী তাতী (দুটি পাতা)।
৩নং দেওরগাছ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব শামছুন্নাহার (নৌকা), বিএনপি মনোননীত সৈয়দ আবু নাইম হালিম (ধানের শীষ), স্বতন্ত্র ইব্রাহিম কবির (আনারস), চা শ্রমিক নেতা স্বপন কুমার সাওতাল (ঘোড়া) ও অভিলাশ গোস্বামী (দুটি পাতা)।
৪নং পাইকপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত মোঃ ওয়াহেদ আলী মাষ্টার (নৌকা), বিএনপি মনোনীত মোঃ আইয়ূব আলী (ধানের শীষ), স্বতন্ত্র শামছুজ্জামান শামীম (ঘোড়া)।
৫নং শানখলা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত ফজলুর রহমান তরফদার (নৌকা), বিএনপি মনোনীত মোঃ জমরুত আলী (ধানের শীষ), স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম (চশমা), ছাদেকুর রহমান (মোটরসাইকেল), মিজানুর রহমান (আনারস), শাহ আলম (অটোরিক্সা) ও মোঃ নজরুল ইসলাম (ঘোড়া)।
৬নং সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত মাহবুবুর রহমান চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত সৈয়দ লিয়াকত হাসান (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী কাউছার আহমেদ বাহার (ঘোড়া)। ৭নং উবাহাটা ইউনিয়নে আওয়ামীলীগের আলহাজ্ব রজব আলী (নৌকা), বিএনপির এজাজ ঠাকুর চৌধুরী (ধানের শীষ)।
৮নং সাটিয়াজুরী ইউনিয়নে আওয়ামীলীগের নেতা আবদালুর রহমান (নৌকা), বিএনপি মনোননীত এডভোকেট সরকার মোঃ শহীদ (ধানের শীষ) ও স্বতন্ত্র আব্দুর রশিদ মাষ্টার (আনারস)। ৯নং রানীগাও ইউনিয়নে আওয়ামীলীগের মনোননীত মোস্তাফিজুর রহমান রিপন (নৌকা), বিএনপি মনোনীত আবু সালেহ মোঃ শফিকুর রহমান (ধানের শীষ), জাতীয় পার্টি কবির মিয়া (লাঙ্গল), স্বতন্ত্র নুরুল মোমিন চৌধুরী (আনারস), স্বতন্ত্র রফিকুল ইসলাম জাফরী (ঘোড়া)।
১০নং মিরাশী ইউনিয়নে আওয়ামীলীগের শফিউল আলম তালুকদার (নৌকা), বিএনপি মনোনীত মোঃ মনিরুল ইসলাম (ধানের শীষ), ইসলামী ফ্রন্টের মোহাম্মদ আব্দুল মমিন (চেয়ার), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী তালুকদার (মোটরসাইকেল), মোঃ রমিজ উদ্দিন (আনারস) ও মোঃ আব্দুর রব (ঘোড়া)।
চুনারুঘাটে ১০টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৪শ’ ৪৭ জন। এদের মধ্যে পুরুষ ৯১ হাজার ২৫৩ এবং মহিলা ভোটার রয়েছে ৯৪ হাজার ২২৫ জন। ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ১০০টি এবং ভোট কক্ষের সংখ্যা রয়েছে ৩৬৯টি।
সাধারণ ভোটাররা জানান, আওয়ামী লীগ আর বিএনপি কিংবা জাতীয় ও স্বতন্ত্র বুঝি না। আমাদের দরকার একজন ভালো চেয়ারম্যান। যাকে সব সময় কাছে পাওয়া যাবে এবং বিপদ আপদে এগিয়ে আসবে। সাধারণ ভোটাদের একটাই প্রত্যাশা আমরা দল বুঝিনা ভেবে চিন্তে ভোট দিব। অনেকে আবার বলছেন ব্যক্তি পছন্দে কিন্ত মার্কা পছন্দের নয়। এতে আমরা রয়েছি বেকায়দায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com