স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতকে অগ্রাধিকার দিয়ে বানিয়াচং ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদ এর বাজেট ঘোষনা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন। ইউনিয়ন পরিষদ সচিব বাবুল রায় আমন্ত্রিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সামনে ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য ৮৯ লক্ষ ৯৫ হাজার ৩শত ৩৩ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেট এর উপর আলোচনায় অংশ নেন ইউপি সদস্য মোঃ মোবারক মিয়া, শেখ আব্দুল জব্বার, মোঃ এনামুল হক, মুখলিছুর রহমান, দেওয়ান নাসির উদ্দিন, মহিলা সদস্য খোশবানু, সুরভী সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউজ্জামান খান, মীর মহল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত বিশ্বাস, সাহেদ আলী মাস্টার, নবী হোসেন, মোঃ সাহেদ মিয়া, আঃ আহাদ প্রমুখ।