স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন জনগণের দেয়া রায় মেনে নেয়ার মানসিকতা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রার্থী বা আপনাদের সমর্থকগণ এমন কোন আচরণ করবেন না যার জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হয়। সুষ্টু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান করতে প্রশাসন বদ্ধ পরিকর। প্রশাসন সর্বশেষ চেষ্টা করবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে। তার পরও জনগণের ভোটের অধিকার প্রয়োগ করতে কেউ বাধা সৃষ্টি করলে তা কঠোর হস্তে দমন করা হবে। এতে কাউকে ছাড় দেয়া হবে না। পেশী শক্তি দিয়ে কাউকে নির্বাচনকে প্রভাবিত করতে দেয়া হবে না। জেলা প্রশাসকের আহ্বানে উপস্থিত সকল চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীগণ হাত তোলে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন। হবিগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন আচরণবিধি ও আইনশৃংখলা বিষয়ে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন।
জেলা পরিষদ মিলনায়তন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান।