প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি ও জেলা কৃষকদলের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আছর শহরের কোর্ট মসজিদে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম জি মোহিত, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক ও জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, বিএনপি নেতা আজম উদ্দিন, দেলোয়ার হোসেন দিলু, এস এম আওয়াল, ফারুক আহমেদ, জহিরুল হক শরীফ, কামাল সিকদার, আব্দুল আহাদ আনসারী, জাহাঙ্গীর আলম সুমন, জহিরুল হক সজল, আব্দুস শহিদ, মাসুক আহমেদ, নুর মিয়া, সোহেল আহমেদ, বিল্লাল আহমেদ, এমরান আহমেদ, রাসেল মিয়া, আব্দুল আজিজ, রুবেল মিয়া, জুহুর ইসলাম, অলিউর রহমান প্রমুখ।