রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের মৌজপুর গ্রামের কামার পাড়ায় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্থ কামার শিল্পিদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান দিয়েছেন। সোমবার বিকালে প্রত্যেক কামার শিল্পিকে নগদ ২হাজার টাকা করে অনুদান প্রদান করেন। এসময় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রফিকুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই গ্রামের কামার পাড়ার ৮টি পরিবারের ব্যবহৃত যন্ত্রপাতি ভেঙ্গে ক্ষতিগ্রস্থ করে।