মখলিছ মিয়া ॥ সিলেট অঞ্চলের শস্যের নিবীরতা বৃদ্ধিকরণ প্রকল্পের সহায়তায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিস এর তত্ত্বাবধানে আয়োজিত কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদ। উক্ত মেলায় বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির কৃষি উপকরণের ১৩টি স্টল স্থান পায়।