বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে প্রশিক্ষণ প্রাপ্ত সমবায়ীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ এডঃ আব্দুল মজিদ খান। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমবায় অফিসার দেবাশীষ দেবের সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় ২দিন ব্যাপী প্রশিক্ষণ পরবর্তী সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২২জন সমবায়ীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাবায় অধিদপ্তরের সিলেট বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোঃ খোরশেদ আলম, হবিগঞ্জ জেলা সমবায় অফিসার সুভাষ চন্দ্র দাশ, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, ওসি অমুল্য কুমার চৌধুরী প্রমূখ। ২দিন ব্যাপী হিসাব সংরক্ষণ, কারিগরী ও কৃষি বিষয়ক প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদ, উপজেলা সমবায় অফিসার দেবাশীষ দেব ও সেলাই প্রশিক্ষক মোঃ সাদেকুর রহমান।