স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের নিশাপট গ্রামে জমি দখল নিয়ে দু’দলের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল রবিবার সকালে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
জানা যায়, ওই গ্রামের আব্দুল করিমের সাথে প্রতিবেশী বাজিদ উল্লার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আবেদা খাতুন (৬০), জিতু মিয়া (২২), মাসুম মিয়া (২৫), সারাজ মিয়া (৩০) ও আব্দুল করিম (৪৫)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।