স্টাফ রিপোর্টার ॥ রমজান মাস উপলক্ষ্যে সরকার নির্ধারিত টিসিবির পণ্য বিক্রিতে ওজনে কারচুপিসহ অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্রেতা সাধারণের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। গতকাল রবিবার হবিগঞ্জ শহরে টিসিবির পণ্য বিক্রি করতে আসে নবীগঞ্জের শেরপুর এলাকার মেসার্স রাণী স্টোরের ডিলার নিয়োজিত প্রতিনিধিদল। গতকাল দুপুরে জজকোর্ট এলাকায় ভ্যানগাড়িযোগে টিসিবির পণ্য বিক্রিকালে ওজনে কম দেয়া ও অতিরিক্ত টাকা আদায়ের সময় প্রতিনিধিদের আটক করে উত্তম মধ্যম দেয় জনতা। ভবিষ্যতে এরকম করবে না মর্মে ক্ষমা চাইলে তাদেরকে ছেড়ে দেয়া হয়।