রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

নবীগঞ্জের ১৩ ইউনিয়নে আজ ভোট যুদ্ধ এগিয়ে আ.লীগ, লেজেগোবরে বিএনপি

  • আপডেট টাইম শনিবার, ২৮ মে, ২০১৬
  • ৫৪৯ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণসংযোগ ও প্রচার-প্রচারণা শেষে আজ ভাগ্য নির্ধারণের নিমিত্তে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৫ম ধাপের নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে র‌্যাব,বিজিবির সমন্বয়ে ষ্ট্রাইকিং ফোর্স নির্বাচনী এলাকায় টহল জোরদার করেছে। উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে ৯টিতে বিদ্রোহী বনাম আওয়ামীলীগ ও বিএনপি এবং ৪টি ইউনিয়নে আওয়ামীলীগ এবং বিএনপির লড়াই হবে।
এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীগঞ্জের ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৬ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৫৯জন ও সাধারণ সদস্য পদে ৫৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে এবারই প্রথম নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে ভিন্নরকম আমেজ বিরাজ করছে। অনেকেই দলের মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করছেন। এতে করে অনেককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু তারপরও অনেক ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীরা ভাল অবস্থানে রয়েছেন।
রাজনৈতিক সূত্রে প্রকাশ, উপজেলার ১৩টি ইউনিয়নে জমজমাট লড়াই শুরু হয়েছে। আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থীর বিপরীতে তুমুল প্রতিযোগিতায় মাঠে রয়েছেন ৯ বিদ্রোহী প্রার্থী। ৫টি ইউনিয়নে মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীর দাপটে কুপোকাত আওয়ামীলীগ। ১নং পশ্চিম বড়ভাকৈর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান সমর চন্দ্র দাশকে কঠিন চ্যালেঞ্জ দিয়ে মাঠে রয়েছেন সাবেক চেয়ারম্যান সত্যজিৎ দাশ। ২নং পূর্ব বড় ভাকৈড় ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মেহের আলী মহালদারকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ আশিক মিয়া। এখানে দুই প্রার্থীর মধ্যে তুমুল প্রতিযোগিতা চলছে। ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ জামাল হোসেন এর বিপরীতে (আনারস প্রতীক) নিয়ে মাঠে রয়েছেন শ্রমিক নেতা বজলুর রশীদ। ৪নং দীঘলবাক ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু সাঈদ এওলা মিয়ার বিপরীতে স্বতন্ত্র হিসেবে লড়ছেন বর্তমান চেয়ারম্যান ছালিক মিয়া। এখানে দ্বিমুখী লড়াই জমে উঠেছে। ৫নং আউশকান্দি ইউনিয়নে দু’বারের নির্বাচিত চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন সুবিধাজনক অবস্থানে রয়েছেন। ৬নং কুর্শি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত যুক্তরাজ্য প্রবাসী সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা আলী আহমদ মুসাকে চ্যালেঞ্জ দিয়ে মাঠে রয়েছেন ¯’ানীয় জাপার সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু সহোদর যুবলীগ নেতা আবদুল বাছিত চৌধুরী,যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা আব্দুল মুকিত। বিএনপি প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদের বিপরীতে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মীর্জা আলী আজম রায়হান খাদিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে (ঘোড়া প্রতীক)। ৭নং করগাঁও ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিনের বিপরীতে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন নির্মলেন্দু দাশ রানা, ৮নং সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুক্তাদিরের বিপরীতে কঠিন চ্যালেঞ্জ দিয়ে লড়ছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাবেদুল আলম চৌধুরী সাজু, ৯নং বাউশা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু সিদ্দিকের সাথে সমানতালে পাল্লা দিয়ে রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মোঃ আনোয়ারুর রহমান, ১০নং দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ মনোনীত আব্দুল মুহিত চৌধুরীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে (আনারস প্রতীক) নিয়ে মাঠে রয়েছেন আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম কালাম। ১১নং গজনাইপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুলের বিপরীতে লড়ছেন নৌকা বঞ্চিত ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি (সদ্য বহিস্কৃত) ও বিগত দু’বার বিপুল ভোটে বিজয়ী চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ ও তার চাচাতো ভাই শাহনেওয়াজ, ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নে আওয়ামীলীগ সভাপতি ইমদাদুল হক চৌধুরীর নৌকার বিপরীতে মনোনয়ন বঞ্চিত ৫ গ্রাম মনোনীত প্রাথী হিসেবে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা (সদ্য বহিস্কৃত) মোঃ নজরুল ইসলাম।
১৩টি ইউনিয়নের মধ্যে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ৭ জন এবং বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন ১২ জন। সর্বশেষ নির্বাচনী জরিপে দেখা গেছে ১৩টি ইউনিয়নের মধ্যে বেশীর ভাগ ইউনিয়নেই আওয়ামীলীগ প্রার্থী এগিয়ে রয়েছেন। বিদ্রোহী প্রার্থীরা মাঝামাঝি অবস্থানে থাকলেও বিএনপির অবস্থা লেজেগোবরে। কোন কোন ইউনিয়নে ত্রিমুখি এবং কোন কোনটিতে দ্বিমুখি লড়াই হবে বলে অনেকেই মনে করেন।
উল্লেখ্য, ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে-২ লাখ ১৬ হাজার ৯৫৭। ১৩ ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটারগণ আগামী ৫ বছরের জন্য তাদের মনোনীত প্রতিনিধি নির্বাচিত করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com