যুক্তরাজ্য প্রতিনিধি ॥ যুক্তরাজ্যের লুটনস্থ হবিগঞ্জ প্রবাসীদের এক সভা আনন্দ মহল রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন হাজী মবশ্বির চৌধুরী। দেলোয়ার হোসেন চৌধুরী হিরুর পরিচালনায় সভায় হবিগঞ্জ ওয়েল ফেয়ার এন্ড ডেভলপমেন্ট ট্রাষ্ট লুটন ইউকে গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে সর্বসম্মতিক্রমে ফজিলত আলী খানকে সভাপতি, মন্নান চৌধুরী ও মিনাল আহমেদ চৌধুরীকে সহ সভাপতি, দেলোয়ার হোসেন চৌধুরী হীরুকে সাধারণ সম্পাদক, সৈয়দ আহসানুল কিবরিয়া শিহাবকে সহ সাধারণ সম্পাদক, আব্দুল মজিদ শুভকে সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আনোয়ার হোসেনকে কোষাধ্যক্ষ ও ডি এইচ সৈয়দকে সহ কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ ওয়েল ফেয়ার এন্ড ডেভলপমেন্ট ট্রাষ্ট লুটন ইউকে গঠন করা হয়।
এছাড়া সভায় বিশিষ্ট সমাজ সেবক হান্নান চৌধুরী, খুশরুম চৌধুরী, ও হেলাল চৌধুরীসহ ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।