শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু ॥ আহত ১৩ হবিগঞ্জে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন ॥ কওমী শিক্ষার্থীরা সুযোগ নিতে চাইলে আমরা দিতে প্রস্তুত আছি চুনারুঘাট সীমান্ত এলাকায় ১৬৮ বোতল মদ উদ্ধার শায়েস্তাগঞ্জে মাঠ থেকে ষাটোর্ধ বৃদ্ধের মৃতদেহ উদ্ধার জুমার খুৎবায় মাওলানা তাহের উদ্দিন সিদ্দিকী ॥ সন্তানদের পিছনে খরচ করা দান সাদকার মতোই সওয়াব চুনারুঘাটের মাদক ব্যবসায়ী নাসিরনগরে গ্রেফতার মাধবপুরে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ২৪ ঘন্টায় অর্ধকোটি টাকার মাদক জব্ধ করেছে বিজিবি হবিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ১৫ পরিবারকে জেলা পরিষদের ২ লাখ টাকা করে আর্থিক অনুদান চুনারুঘাটে ভাইকে পিটিয়ে হত্যা ॥ ছোট ভাই আটক

নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে লুটপাট ॥ আটক ১

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ মে, ২০১৬
  • ৫৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে এক প্রবাসীর বাড়িতে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত বুধবার সকাল ৯টার দিকে আউশকান্দি পয়েন্টে লন্ডন প্রবাসী নুরুজ্জামান মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে নুরুজ্জামানের কেয়ার টেকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে প্রকাশ, ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামের মৃত সবুর মিয়ার স্ত্রীর কাছ থেকে ২/৩ মাস আগে আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের মৃত আব্দুল খালিক মিয়ার পুত্র লন্ডন প্রবাসী নুরুজ্জামান আউশকান্দি পয়েন্টে ঘরসহ জায়গা খরিদ করেন। এর পর থেকে জায়গা দখলে নিয়ে তা দেখাশুনা করার জন্য নুরুজ্জামান মিয়া তার চাচাতো ভাই কাচন মিয়াকে দায়িত্ব দেন। কাছন মিয়া দেখা শুনার দায়িত্ব পাবার পর ঘরের সামনে ছোট দোকান বসিয়ে চা, পান সিগারেট সহ অন্যান্য জিনিসপত্র বিক্রি করে আসছেন । গত বুধবার সকাল ৯ টার দিকে ভূমি বিক্রেতা সবুর মিয়ার দ্বিতীয় স্ত্রীর পুত্র মোঃ শাহীন একদল লোক নিয়ে জোরপূর্বক ঘরে প্রবেশ করে ¯¦র্ণালংকার ও নগদ টাকা লুট করে। এ সময় জনতা তোফায়েল আহমেদ (২০) নামের যুবককে আটক করেন। পরে তাকে নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে লন্ডন প্রবাসীর চাচাতো ভাই কাচন মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় ১০জনকে আসামী ও আরো ৮/১০ জনকে অজ্ঞাত রেখে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com