নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ কুর্শি ইউনিয়নের বাজকাশারা গ্রামের মৃত আব্দুল ছমেদের পুত্র নবীগঞ্জ জেকে স্কুলের শিক্ষক মাওলানা আব্দুস সবুর সৎ মায়ের দায়েরকৃত মামলায় গতকাল বৃহস্পতিবার হাজিরা দিয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। মামলার বিবরণে জানা যায়, আব্দুস সবুরের সাথে তার সৎ ভাই হেলাল ও বেলাল এর পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ৪ মে বুধবার সকালে হেলাল ও বেলাল পৈত্রিক সম্পত্তিতে কাজ করতে গেলে আব্দুস সবুর ও তার লোকজন হেলাল ও বেলালকে মারপিট করে। আহত হেলাল ও বেলাল হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি। ওই মারামারির ঘটনায় হেলাল বেলালের মা মস্তুফা বিবি বাদী হয়ে আব্দুস সবুরকে প্রধান আসামী করে ১৪ জনের নাম উল্লেখ করে হবিগঞ্জ চিফ জিডিসিয়াল কোর্টে একটি মামলা দায়ের করে। ওই মামলার হাজিরা দিয়ে জামিন প্রার্থনা করলে আদালত তা না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।