এম এ আই সজিব ॥ লাখাই উপজেলার মানপুর গ্রাম থেকে আরজান মিয়া (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত হাসান আলীর পুত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার খাওয়া শেষে ঘরে ঘুমিয়ে পড়েন আরজান মিয়া। সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন সকালে ডাকাডাকি করেন। কিন্তু সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। তারা আরো বলেন যে নিহত আরজান মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন।
পরে লাখাই থানায় খবর দেয়া হলে লাখাই থানার এসআই পরিমল সিংহ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।