স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের নুর আলীর বাড়ি থেকে বিথী আক্তার (২০) নামের এক যুবতীর লাশ ঘরে তালা বদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার স্বামী রাসেল ঘটনার পর থেকে লাপাত্তা রয়েছে। গতকাল বুধবার দুপুরে সহকারি পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হানের নেতৃত্বে ওসি তদন্ত বিশ্বজিৎ দেব ও এসআই সুমন চন্দ্র হাজরাসহ একদল পুলিশ লাশ উদ্ধার করে। বিথী মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার নোয়াগাও গ্রামের আজিম সরকারের কন্যা।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ৬ মাস আগে সদর উপজেলার রাজিউড়া গ্রামের রিকশা চালক রাসেল মিয়া মাসে ২ হাজার টাকায় নুর আলীর বসত ঘরের একটি রোম ভাড়া নেয়। এরপর রাসেল তার ২ স্ত্রীকে নিয়ে বসবাস করতো। প্রতিদিনই তাদেরকে তালাবদ্ধ রেখে সে কাজে চলে যেত। কাজ শেষে রাতে তালা খুলে দিত। দুই স্ত্রী ঘরেই তালাবদ্ধ অবস্থায় জীবন কাটাতো। ৩ দিন আগে রাসেলের ১ম স্ত্রী তার বাবার বাড়িতে যায়। গতকাল সকালে বিথীর কোন সাড়া শব্দ না পেয়ে এলাকার লোকজন ঘরের জানালার ফাঁক দিয়ে বিথীর মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায়।
পরে স্থানীয় লোকজন সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। খবর পেয়ে বিথীর মা নার্গিস আক্তার ও তার স্বজনরা সদর থানায় এসে লাশ সনাক্ত করেন।
এদিকে থানায় বিথীর মা নার্গিস আক্তার জানান, প্রায়ই রাসেল তার মেয়ের উপর নির্যাতন করতো। যা বিথী ফোনে তাকে জানাত।