স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে কঠোর নজরদারীতে পড়েছে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খড়িয়ার সংখ্যালঘু গ্রামবাসী। আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা গ্রামবাসীকে এক ধরণের জিম্মি করে রেখেছেন। তার সমর্থকরা দল বেধে রাত দিন গ্রামে পাহারা দিচ্ছে। অন্য কোন প্রার্থী বা সমর্থকদের গ্রামে প্রচারণা চালাতে দেয়া হচ্ছেনা। সংবাদকর্মীদেরও বাধা দেয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার দৈনিক লোকালয় বার্তার ব্যবস্থাপনা পরিচালক আনিছুজ্জামান চৌধুরী রতন এবং ওই এলাকার হোসাইন আহমেদ রফিক খড়িয়া গ্রামে যান। এ সময় চেয়ারম্যান প্রার্থী ইমদাদুল হক চৌধুরীর ছেলে রাকুসহ আরো কয়েকজন তাদের সাথে অশালীন আচরণ করেন। এক পর্যায়ে তারা গ্রাম থেকে চলে আসে। পথিমধ্যে টুকচানপুর গ্রামের কাছে পৌছুলে রাকুর নেতৃত্বে একটি কার, কয়েকটি সিএনজি ও মোটরসাইকেলযোগে এসে তাদের পথরোধ করে মারধর শুরু করে। এ সময় রতন ও রফিক একটি বাড়িতে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে এলাকার কয়েকজনের সাথে আলাপ হলে তারা জানান, ক্ষমতার অপব্যবহার করে ত্রাস সৃষ্টির মাধ্যমে সংখ্যালঘুদের ভোট আদায়ের চেষ্টা চালাচ্ছেন ইমদাদুল হক চৌধুরী। ভয়ে গ্রামবাসীও মুখ খুলতে পারছেন না। যেভাবে গ্রামবাসীকে মানসিক চাপে রাখা হচ্ছে তাতে করে নির্বিঘেœ গ্রামবাসী ভোট দিতে পারবে কি-না এ নিয়ে সন্দেহ করছেন অনেকেই।