প্রেস বিজ্ঞপ্তি ॥ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেওয়ায় বাহুবল ও বানিয়াচঙ্গ উপজেলায় ৬ জনকে বহিস্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ওই দুই উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পৃথক পত্রে এ বহিস্কারের খবর জানা যায়।
এর মধ্যে বাহুবল উপজেলার বহিস্কৃতরা হলেন-১নং স্নানঘাট ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ হরমুজ আলী এবং সদস্য মোঃ তাজুল ইসলাম। ৪নং বাহুবল সদর ইউনিয়নে ইউপি আওয়ামী লীগ সদস্য হিফজুর রহমান আবু বকর। ৬নং মিরপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রমিজ আলী এবং সদস্য মোঃ আছকির মিয়া। গতকাল বাহুবল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুন নূর মানিক ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই স্বারিত এক পত্রে এ তথ্য জানা যায়।
এদিকে বানিয়াচঙ্গ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আমীর হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান স্বাক্ষরিত এক পত্রে ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আনোয়ার হোসেনকে বিদ্রোহী হিসাবে নির্বাচনে অংশ নেওয়ায় বহিস্কার করা হয়।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আলমগীর খান জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে উপরোক্ত উপজেলার ইউনিয়ন সমূহের বিদ্রোহী প্রার্থীদেরকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়।