রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর বার্ষিক অধিৎফ এরারহম ঈবৎবসড়হু গত ২০ মে চট্টগ্রামের হোটেল র্যাডিসনস্ ব্লু’তে অনুষ্ঠিত হয়। সারা বছরের রোটারী কার্যক্রম বিবেচনা ও মূল্যায়ন করে প্রতি বছর ডিস্ট্রিক্ট গভর্ণর অধিৎফ প্রদান ও ৎবপড়মহরঃরড়হ করে থাকেন। রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, নরসিংদী, বৃহত্তর কুমিল্লা জেলা নিয়ে গঠিত। এতে ১৩০টি রোটারী ক্লাব আছে। এই ১৩০টি ক্লাব থেকে সেরা ১০ জন ক্লাব প্রেসিডেন্টকে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ডা. সুমন অন্যতম। উল্লেখ্য, ডা. সুমন রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর প্রতিষ্ঠাতা সভাপতি। তারুণ্যে সমৃদ্ধ এই নবগঠিত ক্লাব মাত্র দেড় বছরের মধ্যে মানবিক সেবা কার্যক্রমসহ অনেক উল্লেখযোগ্য কাজ করেছে, যা গভর্ণরের নজর কেড়েছে। এই মর্যাদা রোটারী ডিস্ট্রিক্টে হবিগঞ্জকে সম্মানিত করেছে। বিগত রোটারী বর্ষে ডা. সুমন ডিস্ট্রিক্ট ডিপুটি সার্জেন্ট এট আর্মসসহ ডিস্ট্রিক্ট এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি