স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অধিকাংশ প্রার্থী নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে এ প্রবণতা যে বৃদ্ধি পাচ্ছে। প্রশাসন প্রতিদিনই আচরনবিধি ভঙ্গ করার অভিযোগে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের জরিমানা করছেন। সোমবার বিকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জন সাধারণ সদস্য, ৩জন সংরক্ষিত মহিলা সদস্য ও ১ টমটম ড্রাইভারকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করেছেন। উপজেলার আদাঐর ইউনিয়নের সদস্য প্রার্থী সৈয়দ জহির উদ্দিন ১ হাজার টাকা, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী জহুরা বেগমকে ১ হাজার, জেসমিন আক্তারকে ১ হাজার টাকা, ফুলতারা বেগমকে ১ হাজার টাকা, নোয়াপাড়া ইউনিয়নের সাধারণ সদস্য প্রার্থী কুদ্দুছ মিয়াকে ১ হাজার, মোঃ কাদির মিয়াকে ১ হাজার টাকা, বুল্লা ইউনিয়নের মোঃ কাউসার মিয়াকে ১ হাজার টাকা ও টমটম ড্রাইভার মাসুক মিয়াকে ৫’শ টাকা জরিমানা করেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম বুল্লা ইউনিয়নের আওয়ামীলীগ প্রার্থী মোঃ বশির মিয়া প্রচারনায় ২টি মাইক ব্যবহার করায় ১টি জব্দ করে থানায় জমা দিয়েছেন।