স্টাফ রিপোর্টার ॥ কুখ্যাত ডাকাত শাহ আলমকে পুলিশ গ্রেফতার করেছে। আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের সাহাব উদ্দিনের পুত্র। বানিয়াচঙ্গের বিথঙ্গল পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই জাহিদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ডাকাত শাহ আলমকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্র জানায়, ডাকাত শাহ আলমের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা ও দু’টি ডাকাতি মামলা রয়েছে।