স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন দ্য হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে হবিগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষ্যে গত ২২ মে রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ লিজান খান।
দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম কাউছার আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও হবিগঞ্জের শীর্ষ স্থানীয় পত্রিকা দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের সম্পাদক মোঃ ফজলুর রহমান। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র ক্যাডারে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত সহকারী সচিব মোঃ জিয়াউর রহমান জিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ মোঃ আমির হোসেন, সাবেক সভাপতি আলহাজ্ব শামীম আহসান, হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সংবর্ধিত ব্যক্তিত্ব এডঃ শাহ্ ফখরুজ্জামান, দৈনিক সমাচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, আব্দুল বারি লস্কর, সাবেক সাধারণ সম্পাদক এডঃ নির্মল ভট্টাচার্য্য রিংকু, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাসেল চৌধুরী, আবু সালেহ নূরুজ্জামান চৌধুরী শওকত, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, সংগঠনের উপদেষ্ঠা রুবেল আহমেদ চৌধুরী।
এতে বক্তব্য রাখেন, দ্য হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি আল-আমিন হোসেন তালুকদার, সহ-সভাপতি তরফদার মোঃ জাকারিয়া রুবেল, এস এম রানা, হবিগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি ফয়জুর রহমান রবিন, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ পারভেজ, দ্য হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রাকিব, রাজেন্দু শেখর দাশ, পূজন মোদক সাজু, মোঃ শেখ রাব্বি, দেওয়ান শাকিল আহমেদ, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আশিকুল হক শুভ, শওকত আলী তোষার, নির্জন তালুকদার, আকিকুর রহমান অনিক প্রমূখ।
নেতৃবৃন্দ দ্য হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার বিভিন্ন কর্মকান্ডের ভূয়সি প্রশংসা করে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।