স্টাফ রিপোর্টার ॥ প্রহসনের নির্বাচন বাতিল ও সারাদেশের ১৮ দলের নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে হবিগঞ্জে সর্বাত্তক হরতাল চলছে। হরতাল চলাকালে গতকাল মঙ্গলবার ভোর থেকে শহরের শায়েস্তানগর এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের নেতৃত্বে খন্ড খন্ড মিছিলের মধ্য দিয়ে পিকেটিং শুরু করেন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা।
শায়েস্তানগর পয়েন্টে হরতালের পিকেটিং শেষে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ও এডঃ হাজী নুরুল ইসলাম, অর্থ সম্পাদক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, লাখাই থানা বিএনপির সভাপতি এডঃ সালেহ উদ্দিন আহমেদ, জেলা বিএনপি নেতা সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, মোঃ আজম উদ্দিন, জেলা যুবদল নেতা নুরুল ইসলাম নানু, নাজমুল হাসান বাচ্চু, শফিকুর রহমান সিতু, শাহ রাজীব আহমেদ রিংগন, গোলাম কাওছার ঝলক, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম কাওছার, শেখ আজিজ, বাবু চন্দ্রন, জনি পারভেজ জনি, মোঃ ফারুক মিয়া, সৌরভ আহমেদ প্রমুখ।