স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পথ শিশুদের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বিকালে শহরের বানিজ্যিক এলাকাস্থ হাতিলের শো-রুমের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ লিজান খান। দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম কাউছার আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ ব্যাংর্কাস এসোসিয়েশনের সভাপতি মোঃ তাজুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডঃ নির্মল ভট্টচার্য্য রিংকু, পৌর কাউন্সিলির গৌতম কুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তুহিন খান, বিশিষ্ট দন্তঃ চিকিৎসক ডাঃ বিশ্বজিত আচার্য্য, হবিগঞ্জ হাতিলের সত্ত্বাধিকারী বিধান সরকার।
বক্তব্য রাখেন, দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি আল-আমিন হোসেন তালুকদার, তরফদার মোঃ জাকারিয়া রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক রাজেন্দু শেখর দাশ, আশরাফুল হক রাকিব, সাংগঠনিক সম্পাদক শেখ রাব্বি, দেওয়ান শাকিল চৌধুরী, পুজন মোদক সাজু, প্রচার সম্পাদক শাহ্ পাপ্পু, অর্থ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সাঈম রহমান সিদ্দিকুর, আকিকুর রহমান অনিক, শহীদুল ইসলাম, আজিজুর রহমান রবিন, নির্জন তালুকদার, মোঃ আশিকুল হক শুভ, মহিন, মোঃ অন্তু, মাহিন প্রমূখ।
সভায় বক্তারা বলেন দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার এক জাক তরুণ সমাজের ছিন্নমূল মানুষের উন্নয়নের আপ্রান চেষ্টা যালিয়ে যাচ্ছে। তারা এই সংঠনের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংশা করে সার্বিক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।