স্টাফ রিপোর্টার ॥ আজ হবিগঞ্জ পৌরসভার ১ম নির্বাচিত মেয়র অ্যাডঃ ফকির তালিব হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুম অ্যাডঃ ফকির তালিব হোসেন ২০০৭ সালের এই দিনে ঢাকার বরডেম হাসপাতালে হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি স্বাধীনতা উত্তর প্রথমবারের ন্যায় জনগনের প্রত্যক্ষ ভোটে ১৯৭৩ সালে তরুন বয়সে হবিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৭ সালে তিনি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন।
মরহুম অ্যাডঃ ফকির তালিব হোসেন দীর্ঘদিন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ছিলেন। পরে সহ-সভাপতি হন। তিনি শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসাবে তার কর্মজীবন শুরু করেন। সেখানে ২ বছর দায়িত্ব পালনের পর তিনি আর ২ বছর কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে তিনি হবিগঞ্জ বারে আইনজীবি হিসাবে যোগদান করেন এবং মৃত্যুর পুর্ব পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে রেখে যান। তার ২ মেয়ে শিক্ষকতায় জড়িত। ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও অপর মেয়ে কলেজে অধ্যয়নরত।
মরহুম অ্যাডঃ ফকির তালিব হোসেন ১৯৪২ সালের ৩১ ডিসেম্বর চুনারুঘাট উপজেলার নিজ মাগুরুন্ডা গ্রামে জন্ম গ্রহণ করেন।